জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর ও রানীগঞ্জ সরকারি খাদ্য গুদামে ১৭/১১/২০২৪ খ্রি. হতে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান /চাউল সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী স্থানীয় কৃষকদেরকে স্থানীয় কৃষি অফিসে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ বছর প্রতিমন ধানের মূল্য ১৩২০/- যা কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আতপ/ সিদ্ধ চাউল স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত মিল হতে সংগ্রহ করা হবে। সংগ্রহের মেয়দা আগামী ১৫/০৩/২০২৫ খ্রি. তারিখ পযন্ত বহাল থাকবে।
মোঃ শাহাব উদ্দিন